জালাল উদ্দিন মন্ডল, নান্দাইল প্রতিনিধি : ময়মনসিংহের নান্দাইলে ফাঁসিতে ঝুলন্ত অবস্থায় খোকন চন্দ্র দাস (৩৫) নামের এক যুবকের ঝুঁলন্ত মরদেহ উদ্ধার করেছে নান্দাইল মডেল থানা পুলিশ। বৃহস্পতিবার (৮ ফেব্রুয়ারী) দুপুর আড়াই টায় নান্দাইল পৌরসভার ২নং ওয়ার্ডের ভূঁইয়াপাড়া গ্রাম থেকে উদ্ধার করে। নিহত খোকন চন্দ্র দাস ওই গ্রামের স্বর্গীয় অতুল চন্দ্র দাসের পুত্র।
পারিবারিক সূত্রে জানা যায়- খোকন চন্দ্র দাসের নিজ বসত ঘরে একাই বসবাস করেন। গতকাল বুধবার দিবাগত রাত ১০ টার দিকে রাতের খাবার খেয়ে খোকন চন্দ্র দাস ঘুমাতে যায়। সকালের দিকে বাড়ির লোকজন সাড়া না পেয়ে ঘরের দরজা বন্ধ দেখতে পান। পরে দুপুরের দিকে খোকন চন্দ্র দাসের ছোট ভাই ছোটন দাসের স্ত্রী ঝরণা দাস দরজা বন্ধ সাড়া শব্দ না পেয়ে ঘরের টিনের ছিদ্র দিয়ে ঘরের ধন্নার সাথে ঝুলন্ত অবস্থায় দেখতে পান। তার আতচিৎকারে আশে পাশের লোকজন জড়ো হয়। পরে খবর পেয়ে নান্দাইল মডেল থানা পুলিশ ঘরের ধন্না থেকে ঝুঁলন্ত অবস্থায় মরদেহ উদ্ধার করে।
খোকন চন্দ্র দাসের ছোট ভাইয়ের স্ত্রী ঝরনা দাস বলেন- ভাইজান রাত ১০ টার দিকে ঘরে ঘুমাতে যায়। সকাল গড়িয়ে দুপুর সাড়া শব্দ না পেয়ে ঘরের বেড়ার ছিদ্র দিয়ে দেখি ঝুলে আছে। পরে আশে পাশের লোকজনকে জানাই।
প্রতিবেশী সাগর মিয়া বলেন- খোকন চন্দ্র দাসের স্ত্রী জীবিকার তাগিদে ঢাকায় কাজ করেন। সে নিজ ঘরে একাই বসবাস করতো। তবে কি কারনে আত্নহত্যা করছে তা বলতে পারি না।
নান্দাইল মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল মজিদ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান- খবর পেয়ে ঘটনা স্থলে পুলিশ পাঠিয়ে মরদেহ উদ্ধার করে থানায় আনা হয়েছে। বিষয়টি খতিয়ে দেখা হবে কি কারনে আত্নহত্যা করেছে।
ঢাকানিউজ২৪.কম / কেএন
আপনার মতামত লিখুন: