
শেখ লিটন , চুয়াডাঙ্গা প্রতিনিধি : চুয়াডাঙ্গায় জেলা পরিষদ নির্বাচনে আওয়ামীলীগ ও আওয়ামীলীগ বিদ্রোহীসহ তিনজন প্রার্থী চেয়ারম্যান পদে প্রতিদ্বন্ধিতায় থাকলেন। চেয়ারম্যান পদে মনোনয়ন জমা দেওয়া চারজন প্রার্থীর মধ্যে প্রত্যাহার করেছেন সাবেক জেলা পরিষদ চেয়ারম্যান আওয়ামীলীগ নেতা শেখ সামসুল আবেদীন খোকন।
জেলা নির্বাচন কর্মকর্তা তারেক আহমেদ জানান, চেয়ারম্যান পদে আওয়ামীলীগ মনোনীত প্রার্থী দামুড়হুদা উপজেলা আওয়ামীলীগের সভাপতি মাহফুজুর রহমান মঞ্জু, সাবেক জেলা পরিষদ চেয়ারম্যান কেন্দ্রীয় যুবলীগের প্রেসিডিয়াম সদস্য শেখ সামসুল আবেদীন খোকন, জেলা যুবলীগের সাবেক আহবায়ক আরেফিন আলম রঞ্জু ও ইসলামি আন্দোলনের নেতা মুফতি আব্দুস সালাম মনোনয়নপত্র জমা দেন। প্রত্যাহারের শেষ দিনে মনোনয়নপত্র প্রত্যাহার করেন কেন্দ্রীয় যুবলীগের প্রেসিডিয়াম সদস্য শেখ সামসুল আবেদিন খোকন।
এ অবস্থায় আওয়ামীলীগ মনোনীত প্রার্থী মাহফুজুর রহমান মঞ্জুকে বিদ্রোহী প্রার্থী নিয়েই নির্বাচনে ভোটযুদ্ধে থাকতে হবে।
ঢাকানিউজ২৪.কম / কেএন
আপনার মতামত লিখুন: