• ঢাকা
  • মঙ্গলবার, ৪ চৈত্র ১৪৩০ বঙ্গাব্দ; ১৯ মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ
  • সরকারি নিবন্ধন নং ৬৮

Advertise your products here

banner image
website logo

ইটনায় বীর মুক্তিযোদ্ধাদের ডিজিটাল সার্টিফিকেট ও স্মার্ট কার্ড বিতরণ


ঢাকানিউজ২৪.কম ; প্রকাশিত: বুধবার, ১৭ আগষ্ট, ২০২২ খ্রিস্টাব্দ, ১২:২৩ পিএম
বীর মুক্তিযোদ্ধাদের
ডিজিটাল সার্টিফিকেট ও স্মার্ট কার্ড

মিঠামইন প্রতিনিধি, কিশোরগঞ্জ: ইটনা উপজেলায় বীর মুক্তিযোদ্ধাদের মাঝে ডিজিটাল সার্টিফিকেট ও স্মার্ট কার্ড বিতরণ করা হয়েছে।  ১৬ই আগষ্ট মঙ্গলবার বিকালে উপজেলা পরিষদ মিলনায়তনে এ উপলক্ষ্যে অনুষ্ঠানের আয়োজন করে ইটনা উপজেলা প্রশাসন।

এতে প্রধান অতিথি ছিলেন কিশোরগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য প্রকৌশলী রেজওয়ান আহাম্মদ তৌফিক। ইটনা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নাফিসা আক্তারের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ইটনা উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি চৌধুরী কামরুল হাসান।

এ সময় উপস্থিত ছিলেন ইটনা উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা মো. ইসমাইল হোসেন, সাধারণ সম্পাদক সোহরাব উদ্দিন ঠাকুর খসরু, ইটনা উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার মো. নজরুল ইসলাম ঠাকুর প্রমুখ। অনুষ্ঠানে ইটনা উপজেলার জীবিত ৭৯ জন ও মৃত ৭৯ জন বীর মুক্তিযোদ্ধা ও তাদের পরিবারের সদস্যদের হাতে ডিজিটাল সার্টিফিকেট ও স্মার্ট কার্ড তুলে দেওয়া হয়।

ঢাকানিউজ২৪.কম / বিজয়কর রতন/কেএন

আরো পড়ুন

banner image
banner image