• ঢাকা
  • শনিবার, ২০ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ; ০৪ মে, ২০২৪ খ্রিস্টাব্দ
  • সরকারি নিবন্ধন নং ৬৮

Advertise your products here

banner image
website logo

অবশেষে সাবিনাদের বেতন বাড়ছে 


ঢাকানিউজ২৪.কম ; প্রকাশিত: সোমবার, ০৭ আগষ্ট, ২০২৩ খ্রিস্টাব্দ, ০৫:০৬ পিএম
অবশেষে সাবিনাদের বেতন বাড়ছে 
বাংলাদেশের নারী ফুটবলাররা

নিউজ ডেস্ক : সাবিনা খাতুনদের গত সেপ্টেম্বরে বেতন বাড়ানোর দাবি মেনে নিয়েছিল বাফুফে। দাবি মেনে নেয়ার ১০ মাস পরও তা বাস্তবায়ন হয়নি। যার কারণে বাংলাদেশের নারী ফুটবলাররা আবারও লিখিতভাবে বাফুফের কাছে তাদের দাবি জানিয়ে ক্যাম্পে না ফেরার হুমকিও দিয়েছিল। অবশেষে তাদের দাবি বাস্তবায়ন করতে যাচ্ছে দেশের ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা।

বাংলাদেশের নারী দলের ক্যাম্পে থাকা ফুটবলারদের মধ্যে সবচেয়ে বেশি ২০ হাজার টাকা মাসিক বেতন পান অধিনায়ক সাবিনা খাতুন। বাকিরা ১০ হাজার এবং বয়সভিত্তিক দলের মেয়েরা পেয়ে থাকেন পাঁচ-ছয় হাজার করে। তবে তাদের বেতন এবার দ্বিগুণ বাড়ানো হচ্ছে। বেতন বাড়লেও তার বাস্তবায়ন কতটুকু হবে তা নিয়েও শঙ্কার কথা শুনিয়েছেন সাবিনা। 

বাংলাদেশ নারী দলের অধিনায়ক বলেন, দাবি তো মেনে নিয়েছে, কিন্তু কী হয় সেটাই দেখার বিষয়।

মৌখিকভাবে দাবি মেনে নিলেও, এখনও এটা নিয়ে কাজ চলছে বলে জানিয়েছেন বাফুফে নারী ফুটবল উইংয়ের প্রধান মাহফুজা আক্তার কিরণ। তিনি বলেন, আমরা এখনও বিষয়টি নিয়ে কাজ করছি। আগামী কয়েক দিনের মধ্যে বিষয়টি আনুষ্ঠানিকভাবে সবাইকে জানিয়ে দেয়া হবে।

সেপ্টেম্বরে চীনের হ্যাংঝুতে অনুষ্ঠেয় এশিয়ান গেমস ফুটবলের জন্য প্রস্তুতি নিচ্ছে মেয়েরা। 

ঢাকানিউজ২৪.কম / কেএন

আরো পড়ুন

banner image
banner image