
নিউজ ডেস্ক :নিউজিল্যান্ডের বিপক্ষে এমন উড়ন্ত শুরুই পেয়েছে অস্ট্রেলিয়া। স্কোর কার্ড দেখে বোঝা দায়, ওয়ানডে ম্যাচ না টি-টোয়েন্টি। ট্রেন্ট বোল্ট, ম্যাট হেনরি ও লকি ফার্গুসনদের ওপর দিয়ে দুই ওপেনার ডেভিড ওয়ার্নার ও ট্রাভিস হেড রীতিমতো ঝড় তুলেছেন ।
ম্যাট হেনরি দলীয় তৃতীয় ওভারে দুটি নো-বল করেছিলেন । সেই দুই বলেই ছক্কা হাঁকান হেড। সেখান থেকে মোমেন্টামও পেয়ে যায় ওয়ানডে বিশ্বকাপের সর্বোচ্চ শিরোপাধারীরা। ওই ওভারে আসে ২২ রান। ৫ ওভার শেষে ৬০ রান পায় তারা। ২৮ বলে হাফসেঞ্চুরি পূর্ণ করেন ওয়ার্নার।
মাত্র ২৫ বলে হেড ফিফটি করেন। বিশ্বকাপে অস্ট্রেলিয়ান ব্যাটারদের এটা দ্বিতীয় দ্রুততম হাফসেঞ্চুরি। এর আগে ২১ বলে হাফসেঞ্চুরি করেছিলেন গ্লেন ম্যাক্সওয়েল। ১০ ওভার শেষে অজিরা পায় ১১৮ রানের সংগ্রহ।
প্রতিবেদন লেখা পর্যন্ত অস্ট্রেলিয়া ১৭ ওভার শেষে ১৫৮ রান নিয়ে ব্যাট করছে । হেড ও ওয়ার্নার দুজনই ৭৭ রান নিয়ে অপরাজিত। ৪৫ বলে ৮টি চার ও ৫টি ছক্কা মেরেছেন হেড, ৫৯ বলে ওয়ার্নারের ইনিংসে আছে ৫টি চার ও ৬টি ছক্কার মার।
ঢাকানিউজ২৪.কম / কেএন
আপনার মতামত লিখুন: