• ঢাকা
  • শনিবার, ১৩ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ; ২৭ এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ
  • সরকারি নিবন্ধন নং ৬৮

Advertise your products here

banner image
website logo

মেসিকে পিএসজির পক্ষ থেকে গার্ড অব অনার প্রদান


ঢাকানিউজ২৪.কম ; প্রকাশিত: বৃহস্পতিবার, ০৫ জানুয়ারী, ২০২৩ খ্রিস্টাব্দ, ১০:৫৮ এএম
পিএসজির পক্ষ থেকে গার্ড অব অনার
মেসিকে গার্ড অব অনার প্রদান

নিউজ ডেস্ক:  কাতার বিশ্বকাপে ৩৬ বছরের খরা কাটিয়ে বিশ্বকাপের শিরোপা জেতে আর্জেন্টিনা। সেইসঙ্গে নিজের ক্রান্তিলগ্নে বহু কাক্ষিত সোনালী ট্রফি জয়ের স্বাদ পান আর্জেন্টাইন মহাতারকা লিওনলে মেসি। বিশ্বকাপের জয়ের পর ক্লাব থেকে লম্বা ছুটি নিয়ে নিজ দেশে উদযাপনে মাতেন মেসি।

পরিবারের সঙ্গে কাটিয়েছেন বড়দিন ও বর্ষবরণ। বুধবার (৪ জানুয়ারি) দলের অনুশীলনে যোগ দেন এলএমটেন। বিশ্বকাপ জয়ের জন্য ক্লাবের খেলোয়াড় ও কর্মকর্তাদের কাছে থেকে ‘গার্ড অব অনার’ পান মেসি। ‘গার্ড অব অনার’ দেওয়ার পাশাপাশি মেসির হাতে বিশেষ স্মারক তুলে দেন ক্লাবের কর্মকর্তা।

শুক্রবার (৬ জানুয়ারি) ফ্রেঞ্চ কাপের ম্যাচে শ্যাতেরুর বিপক্ষে মাঠে নামবে পিএসজি। ১১ জানুয়ারি ফ্রেঞ্চ লিগে অঁজির বিপক্ষে মাঠে দেখা যেতে পারে বিশ্বকাপজয়ী মেসিকে। বিশ্বকাপের পর মেসিবিহীন দুই ম্যাচে একটিতে জয় ও একটিতে হারের মুখ দেখে পিএসজি। 

ঢাকানিউজ২৪.কম /

আরো পড়ুন

banner image
banner image