
নিউজ ডেস্ক: মহাকাশের গুপ্তধন 'চুরি করে' পৃথিবীর দিকে দৌড়ে আসছে এর নভোযান? নাম তার 'ওসাইরিস রেক্স'। ওটা নেহাতই মজা। আসলে সাত বছর ধরে মহাকাশের অন্ধকারে ঘুরে ২৪ সেপ্টেম্বরে পৃথিবীতে ফিরেছে সে।
গ্রহ-উপগ্রহের সঙ্গে এ মহাকাশের মহাশূন্যে রয়েছে অসংখ্য গ্রহাণু। এরকমই এক গ্রহাণু 'বেণু', বয়স তার নয়-নয় করে ৪৫০ কোটি বছরেরও বেশি। সন্ধান মিলেছে ১৯৯৯ সালে। সন্ধান পাওয়ার পরই তার কাছে পৌঁছবার কথা ভেবেছিলেন বিজ্ঞানীরা। 'বেণু'র কাছে পৌঁছানোর লক্ষ্যে ২০১৬ সালের সেপ্টেম্বরে যাত্রা শুরু করেছিল নাসা'র এই 'ওসাইরিস রেক্স' মহাকাশযান।
দুই বছর পরে ১৯৩ কোটি কিলোমিটার পথ পেরিয়ে ২০১৮ সালে 'বেণু'র কাছে পৌঁছয় 'ওসাইরিস রেক্স' মহাকাশযান। তার পরে আরও দুই বছর ধরে 'বেণু'র চারপাশে পাক খায় সে। ২০২০ সালের ২৮ অক্টোবর গ্রহাণুর উত্তর গোলার্ধের একটি গর্তের মাটি ছোঁয় সে। কিছুক্ষণের মধ্যেই মাটি খুঁড়ে ২৫০ গ্রাম অমূল্য 'গুপ্তধন' নিয়ে বেরিয়ে আসে সে। বন্ধ হয় ক্যাপসুলের মুখ। ২০২১ সালের মে মাসে 'বেণু'কে পাকাপাকি বিদায় জানিয়ে পৃথিবীর দিকে রওনা দেয় 'ওসাইরিস রেক্স'। রবিবার ল্যান্ডিং বাংলাদেশ সময় রাত ৯টায় পৃথিবীতে ফিরে আসে।
এক বিরল অভিযানের অংশ হিসেবে 'বেণু'র ধুলো-পাথরের নমুনা নিয়ে পৃথিবীর মাটিতে ফিরছে ওসাইরিস রেক্স। জানা যাবে, কী আছে অ্যাস্টরয়েডে, জানা যাবে সৌরজগতের শুরুর তথ্য!
ঢাকানিউজ২৪.কম / এসডি
আপনার মতামত লিখুন: