
নিউজ ডেস্ক: আইসিসি বিশ্ব কাপের দিবা রাত্রির ষষ্ঠ ম্যাচে আজ নিউজিল্যান্ড খেলছে নেদারল্যান্ডের বিরুদ্ধে। ভারতের হায়দ্রাবাদের মাঠে টস হয়। টসে নেদারল্যান্ড জিতে। তারা নিউজিল্যান্ডকে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানায়। নিউজিল্যান্ড পুরো ৫০ ওভার ব্যাটিং করে ৩২২ রান করে। উইকেট হারায় মাত্র ৭। নিউজিল্যান্ডের মিডল অর্ডার ব্যাটারদের সহায়তা এত বড় একটি স্কোর দাড় করায়।
নিউজিল্যান্ডের পক্ষে ওপেন করেন ডেভিড কনওয়ে ও উইল ইয়াং। তারা দুজন ব্যাটিং করে দলকে একটি ভালো স্কোরের দিকে নিয়ে যায়।
উইল ইয়াং আউট হবার আগে করেন ৭০ রান। আর ডেভিড কনওয়ে করেন ৩২ রান। ব্যাটিংয়ে আছেন আগের ম্যাচের সেঞ্চুরিয়ান রাচিন রবীন্দ্র ৫১ রান করে আউট হয়ে যান। তাকে সঙ্গ দিচ্ছেন ডেরেল মিচেল ৪৮ রান, টম ল্যাথাম করেন ৫৩। শেষ খবর পাওয়া পর্যন্ত নিউজিল্যান্ড ৪৭ ওভারে ২৮৬ রানে ৬ উইকেট।
ঢাকানিউজ২৪.কম / এসডি
আপনার মতামত লিখুন: