• ঢাকা
  • সোমবার, ৩ আষাঢ় ১৪৩১ বঙ্গাব্দ; ১৭ জুন, ২০২৪ খ্রিস্টাব্দ
  • সরকারি নিবন্ধন নং ৬৮

Advertise your products here

banner image
website logo

ময়মনসিংহে পরিবেশ রক্ষায়  জীববৈচিত্র্য সংরক্ষণের উপর গুরুত্বারোপ 


ঢাকানিউজ২৪.কম ; প্রকাশিত: রবিবার, ২৬ মে, ২০২৪ খ্রিস্টাব্দ, ০৪:৫২ পিএম
ময়মনসিংহে পরিবেশ রক্ষায়  
জীববৈচিত্র্য সংরক্ষণের উপর গুরুত্বারোপ 

নিজস্ব প্রতিবেদক, ময়মনসিংহ : পরিকল্পনায় অংশগ্রহণ, জীববৈচিত্র্য সংরক্ষণ এ প্রতিপাদ্যে, আন্তর্জাতিক জীববৈচিত্র্য দিবস উপলক্ষ্যে ময়মনসিংহে  আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

রোববার (২৬ মে) সকাল ১১ টায় ময়মনসিংহের মুমিনুন্নিসা সরকারি মহিলা কলেজের শিক্ষক পরিষদ হলরুমে এক  আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

ময়মনসিংহ বিভাগীয় বন কর্মকর্তা (ডিএফও)  আ. ন. ম.আব্দুল ওয়াদুদ  এর সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন মুমিনুন্নিসা সরকারি  কলেজের অধ্যক্ষ প্রফেসর  মোঃ খাইরুল  ইসলাম।

 আলোচনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন সরকারি আনন্দমোহন কলেজের প্রাণিবিদ্যা বিভাগীয় প্রধান প্রফেসর ফাহমিদা ইয়াসমিন, মুমিনুন্নিসা কলেজ শিক্ষক পরিষদ সম্পাদক ডক্টর শিব্বির আহমেদ, উদ্ভিদ বিজ্ঞান বিভাগীয় প্রধান প্রফেসর বিকাশ কুমার ভদ্র, প্রাণিবিদ্যা বিভাগের সরকারি অধ্যাপক সুজিত কুমার দেবনাথ, ময়মনসিংহ বিভাগীয় প্রেসক্লাবের সাধারণ সম্পাদক নজরুল ইসলাম। অনুষ্ঠান পরিচালনা করেন সরকারি বন সংরক্ষক  মোঃ সাদেকুল ইসলাম খান।

  জীব বৈচিত্র্য সংরক্ষণ ও পরিবেশের উন্নয়নে ইন্টারনেটে প্রতিদিন কমপক্ষে ১৫ মিনিট করে ইউটিউবে ব্রাউজ করার জন্য শিক্ষার্থীদের প্রতি  আহবান জানিয়েছেন ডিএফও আ. ন. ম.আব্দুল ওয়াদুদ।

 আলোচনা সভায় বক্তারা জীববৈচিত্র্য  সংরক্ষণের জন্য সবাই কে সচেতন হওয়ার জন্য অনুরোধ করেন।

ঢাকানিউজ২৪.কম / কেএন

আরো পড়ুন

banner image
banner image