রোবেল মাহমুদ, গফরগাঁও প্রতিনিধি, ময়মনসিংহ : ময়মনসিংহের গফরগাঁওয়ে ইয়াবা ট্যাবলেটসহ জসিম উদ্দিন (৩৫) নামে এক মাদক কারবারিকে আটক করেছে পুলিশ। সে পৌর এলাকার ষোলহাসিয়া গ্রামের মকবুল হোসেনের ছেলে।
পুলিশ জানায়, বৃহষ্পতিবার সকালে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে গফরগাঁও ইউনিয়নের উথুরী মোড় থেকে চিহ্নিত মাদক কারবারি জসিম উদ্দিনকে ৫০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ আটক করে। তার নামে গফরগাঁও থানায় মাদকসহ একাধিক মামলা রয়েছে।
গফরগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফারুক আহম্মেদ বলেন, পুলিশের তালিকাভুক্ত মাদক কারবারি জসিম উদ্দিনকে নেশাদ্রব্য ইয়াবা ট্যাবলেটসহ গ্রেপ্তার করা হয়েছে। বৃহষ্পতিবার দুপুরে আদালতের মাধ্যমে তাকে ময়মনসিংহ জেলহাজতে পাঠানো হয়েছে।
ঢাকানিউজ২৪.কম / কেএন
আপনার মতামত লিখুন: