• ঢাকা
  • শনিবার, ১৩ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ; ২৭ এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ
  • সরকারি নিবন্ধন নং ৬৮

Advertise your products here

banner image
website logo

রাজধানীর বঙ্গবাজারে ভয়াবহ অগ্নিকান্ডে ঘটনায় সিপিবির উদ্বেগ


ঢাকানিউজ২৪.কম ; প্রকাশিত: মঙ্গলবার, ০৪ এপ্রিল, ২০২৩ খ্রিস্টাব্দ, ০২:২৫ পিএম
রাজধানীর বঙ্গবাজারে ভয়াবহ অগ্নিকান্ডে ঘটনায়
সিপিবির উদ্বেগ

নিউজ ডেস্ক : বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) সভাপতি মোহাম্মদ শাহ আলম ও সাধারণ সম্পাদক রুহিন হোসেন প্রিন্স ৪ এপ্রিল এক বিবৃতিতে রাজধানীর বঙ্গবাজারে ভয়াবহ অগ্নিকান্ডের ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছেন। অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্তদের প্রতি সমবেদনা প্রকাশ করে নেতৃবৃন্দ বঙ্গবাজারসহ অন্যান্য গুরুত্বপূর্ণ ব্যবসাকেন্দ্রগুলো অগ্নিকান্ডের কারণে মারাত্মক অর্থনৈতিক ক্ষয়ক্ষতি হলো বলে উল্লেখ করেন।

অবিলম্বে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের পাশে দাঁড়ানো এবং আহতদের সুচিকিৎসা ও পুনর্বাসনের জন্য ব্যবস্থা গ্রহণ করতে সরকারের প্রতি দাবি জানান নেতৃবৃন্দ। 

বিবৃতিতে আরও বলা হয় বারবার রাজধানীসহ সারাদেশে এ ধরনের দুর্ঘটনা কেন সংঘটিত হচ্ছে তা অত্যন্ত গুরুত্ব সহকারে বিবেচনায় নিয়ে কোনোরকম কারিগরি ত্রুটি, অব্যবস্থাপনা নাকি নাশকতা এ বিষয় খতিয়ে দেখতে হবে। একইসাথে এ সকল দুর্ঘটনার পেছনে যদি কোনো গাফিলতি থাকে তার বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার জোর দাবি জানান। বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন, ফায়ার সার্ভিসকে আরও আধুনিকীকরণ এবং ব্যবসাকেন্দ্রগুলোতে অগ্নি নির্বাপন ব্যবস্থাসহ সকল নিরাপত্তা নিশ্চিত করতে সরকারকে কার্যকর উদ্যোগ নিতে হবে। 

ঢাকানিউজ২৪.কম / কেএন

আরো পড়ুন

banner image
banner image