নিউজ ডেস্ক: পাকিস্তানে মোবাইল ইন্টারনেট চালুর দাবিতে এক আবেদনের প্রেক্ষিতে দেশটির সরকার ও টেলিকমিউনিকেশন কর্তৃপক্ষের কাছে জবাব চেয়েছে লাহোর হাইকোর্ট (এলএইচসি)। খবর: দ্য নেশন’র।
পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানকে গ্রেপ্তারের পর দেশজুড়ে পিটিআই নেতাকর্মীদের বিক্ষোভ শুরু হলে পাকিস্তান সরকার মোবাইল ইন্টারনেট ও সামাজিক যোগাযোগের প্ল্যাটফর্মগুলো বন্ধ করে দেয়।
আবুজার সালমান খান নিয়াজি নামের এক ব্যক্তির আবেদনের প্রেক্ষিতে বৃহস্পতিবার লাহোর হাইকোর্টের বিচারপতি আবিদ আজিজ শেখ ২২ মে’র মধ্যে সরকারের তথ্যপ্রযুক্তি ও টেলিকমিউনিকেশন মন্ত্রণালয় এবং টেলিকমিউনিকেশন কর্তৃপক্ষকে বিস্তারিত জানানোর নির্দেশ দেয়।
পিটিআই চেয়ারম্যান ইমরান খানকে গত মঙ্গলবার ইসলামাবাদ হাইকোর্ট প্রাঙ্গণ থেকে নাটকীয়ভাবে গ্রেপ্তার করা হয়। পরে আল-কাদির ট্রাস্ট দুর্নীতি মামলায় তাঁকে গ্রেপ্তার দেখানো হয়। পরদিন ইমরান খানের আট দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত।
ঢাকানিউজ২৪.কম /
আপনার মতামত লিখুন: