
শ্রীলঙ্কার রানাসিঙ্গে প্রেমাদাসা স্টেডিয়ামে এশিয়া কাপের ভারত লঙ্কা ফাইনাল শুরু হয়েছে। টসে জিতে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছে শ্রীলঙ্কার অধিনায়ক। শেষ খবর পা্ওয়া পর্যন্ত ভারতের পেস বোলার মহম্মদ সিরাজের বিধ্বংসী বলে শ্রীলঙ্কার ৬ উইকেটের পতন। খেলা চলছে ৭ ওভার। রান ১২। যারা আউট হয়েছেন তারা হলেন পাথুন নিশাঙ্কা ২, কুশল পেরেরা ০, আশালঙ্কা ০ , সাধিরা ০ ও ধনঞ্জয় ডি সিলভা ৪ রানে আউট হয়েছে। মহম্মদ সিরাজ একাই নিয়েছে ৬ উইকেট। শ্রীলঙ্কার চারজন ব্যাটার কোন রান না করেই সাজ ঘরে ফেরত গেছে।
এদিকে শ্রীলঙ্কার ব্যাটিং বিপর্যয় থেকে গিয়েছিল। মাত্র ১৫ ওভারেই ৫০ রানে তাদের ব্যাটিং গুটিয়ে যায়।
এর আগে নির্ধারিত সময়ের চেয়ে ৪০ মিনিট পর আজ খেলা শুরু হয়। এবারের আসরের নিয়মিত দৃশ্য বৃষ্টি প্রেমাদাসায় টসের পড়েই দেখা যায়। ফলে ম্যাচ কিছুক্ষণ দেরীতে শুরু হয়। ভারতীয় পেসার জাস্প্রিত বুমরাহ ইনিংসের প্রথম ওভারেই সাজঘরে ফেরান লঙ্কান ওপেনার কুশল পেরেরাকে। এরপর একে একে সাজঘরের পথ ধরে বাকি টপ অর্ডাররাও। মোহাম্মদ সিরাজের করা চতুর্থ ওভারে প্যাভিলিয়নের পথ ধরেন চার টপ অর্ডার। এতে প্রথম ভারতীয় বোলার হিসেবে এক ওভার চার উইকেট নেওয়ার কীর্তি গড়লেন সিরাজ।
ঢাকানিউজ২৪.কম / এসডি
আপনার মতামত লিখুন: