
সুমন দত্ত: ভাগ্যদেবীর সহায়তায় হেরেও নারিন্দা সরকারি উচ্চ বিদ্যালয় পোলার আইসক্রিম হ্যান্ডবল টুর্নামেন্টে সেমিফাইনালে উঠে গেছে। আজ গ্রুপের দ্বিতীয় রাউন্ডে সানিডেল স্কুলের কাছে ২৭-১০ গোলে হারে নারিন্দা সরকারি উচ্চ বিদ্যালয়।
বিজয়ী দল প্রথমার্ধে ১০-৬ গোলে এগিয়ে ছিল। গ্রুপের অপর খেলায় পুরান ঢাকার সেন্ট গ্রেগরি হাইস্কুল এন্ড কলেজ ২৯-১০ গোলে হারিয়েছে মতিঝিল সরকারি স্কুল কে।
আগামীকাল সেন্ট গ্রেগরি হাইস্কুলের সঙ্গে সেমিফাইনালে মোকাবিলা করবে নারিন্দা স্কুল। এছাড়া দ্বিতীয় রাউন্ডের আরেকটি ম্যাচে স্কলাসটিকা ১৩-৮ গোলে হারিয়েছে বিএফশাহিন স্কুল এন্ড কলেজ কে। সেমিফাইনালে স্কলাসটিকা খেলবে সানিডেলের সঙ্গে।
এদিকে মেয়েদের বিভাগে সেমিফাইনালে উঠেছে ভিকারুননিসানুন ও শহীদ বীরউত্তম লে: আনোয়ার গার্লস কলেজ। সেমিফাইনালে এই দুই দল একে অপরের মোকাবিলা করবে। এছাড়া গ্রুপের অন্য দুই দল সানিডেল ও স্কলাসটিকা একে অপরের মুখোমুখি হবে।
ঢাকানিউজ২৪.কম / এসডি
আপনার মতামত লিখুন: