• ঢাকা
  • শুক্রবার, ১৩ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ; ২৬ এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ
  • সরকারি নিবন্ধন নং ৬৮

Advertise your products here

banner image
website logo

অর্ধদিবস হরতালের সমর্থনে বিক্ষোভ মিছিল


ঢাকানিউজ২৪.কম ; প্রকাশিত: বৃহস্পতিবার, ২৫ আগষ্ট, ২০২২ খ্রিস্টাব্দ, ১১:১৭ এএম
শাহবাগ এলাকায় বিক্ষোভ মিছিল
বিক্ষোভ মিছিল করে

নিউজ ডেস্ক:  জ্বালানি তেল ও সারসহ নিত্যপণ্যের মূল্যবৃদ্ধির প্রতিবাদে ডাকা হরতালে রাজধানীর শাহবাগে প্রগতিশীল ছাত্র সংগঠনগুলো অর্ধদিবস হরতালের সমর্থনে বিক্ষোভ মিছিল করেছে। বৃহস্পতিবার সকাল ৮টার দিকে রাজধানীর শাহবাগ এলাকায় তারা এ বিক্ষোভ মিছিল করে।

বাংলাদেশ ছাত্র ইউনিয়নের ব্যানারে একটি মিছিল কাঁটাবন থেকে শাহবাগ এলাকা হয়ে প্রেসক্লাবের মৎস্য ভবন মোড়ের দিকে চলে যায়। এরপরই প্রগতিশীল ছাত্র সংগঠনগুলোর ব্যানারে আরেকটি মিছিল কাঁটাবন এলাকা থেকে শাহবাগ মোড়ে আসে।

শাহবাগ মোড়ে প্রায় অর্ধশতাধিক পুলিশ এ মিছিলে বাধা দেওয়ার চেষ্টা করলে মিছিলটি কারওয়ান বাজারের দিকে যায়।

জ্বালানি তেল, ইউরিয়া সার, খাদ্যসহ নিত্যপণ্য ও পরিবহনের ভাড়া কমানো এবং বিদ্যুৎ-গ্যাসের দাম বাড়ানোর প্রক্রিয়া বন্ধের দাবিতে বাম গণতান্ত্রিক জোটের ডাকা অর্ধদিবস হরতাল ভোর ৬টা থেকে চলছে।

ঢাকানিউজ২৪.কম /

আরো পড়ুন

banner image
banner image