নিউজ ডেস্ক: এশিয়াক কাপের সুপার ফোরের ফাইনাল নিশ্চিত হয়ে গিয়েছিল আগেই। শুক্রবারের ভারত-বাংলাদেশ ক্রিকেট ম্যাচটি ছিল শুধুই আনুষ্ঠানিকতা। আর সেই ম্যাচে জ্বলে উঠল দেশের টাইগাররা। ভারতকে ৬ রানে হারিয়ে দিয়ে সান্তনার জয় পেল বাংলাদেশ। পুরো টুর্নামেন্টে খারাপ খেলে কাল ভালো ক্রিকেট উপহার দেয় দর্শকদের। ভারতকে ২৬৬ রানের চ্যালেঞ্জিং স্কোর ছুড়ে দেয় টাইগাররা। জবাবে ১০০ রানের আগেই টপ অর্ডারের চার ব্যাটারকে হারিয়ে চাপে পড়ে ভারত।
ভারতের ব্যাটারদের আসা-যাওয়ার মাধে শুভমান গিল অন্য প্রান্ত আকড়ে রেখে ওয়ানডে ক্যারিয়ারের ৫ম সেঞ্চুরি তুলে নেন। মেহেদী হাসানের বলে তাওহিদ হৃদয়ের হাতে ক্যাচ দিয়ে সাজঘরে ফেরার আগে ১৩৩ বলে ১২১ রান করেন শুভমান গিল। অক্ষয় প্যাটেল-শার্দূল ঠাকুরকে নিয়ে ম্যাচ বের করার চেষ্টা করেন। মোস্তাফিজের বলে ক্যাচ দিয়ে প্যাভিলিয়নে ফেরেন ১১ রান করা শার্দূল ঠাকুর। একই ওভারে ৪২ রান করা প্যাটেলকে আউট করেন মোস্তাফিজ। ৪৯.৫ ওভারে ২৫৯ রানে ভারতের ইনিংস গুটিয়ে দিয়ে ৬ রানে ম্যাচ জিতে নেয় বাংলাদেশ ।
এর আগে ব্যাট করতে নেমে শুরুর ধাক্কা সামলিয়ে সাকিব-হৃদয়ের ১০১ রানের পার্টনারশিপে বড় সংগ্রহের দিকে আগায় টাইগাররা। ক্যারিয়ারের ৫৫তম অর্ধশতক হাঁকিয়ে সাকিব ৮০ ও এরপর হৃদয় ৫৪ রানের ফিরলেও শেষদিকে নাসুম ও মাহেদীর ঝড়ো ব্যাটিংয়ে ২৬৫ রানের লড়াকু পূঁজি পায় বাংলাদেশ।
ঢাকানিউজ২৪.কম / এসডি
আপনার মতামত লিখুন: