
নিউজ ডেস্ক: প্রায় দুই ঘণ্টার চেষ্টায় রাজধানীর লালবাগের একটি ভবনে লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে। ফায়ার সার্ভিসের আটটি ইউনিটের চেষ্টায় বিকেল সাড়ে ৩টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে।
সোমবার দুপুর দেড়টায় ১ নম্বর আতশখানা লেনের এই তিনতলা ভবনে আগুন লাগার খবর আসে। পরে ১টা ৪৫ মিনিটে ঘটনাস্থলে পৌঁছায় তাঁরা। আগুন নেভানো চেষ্টার এক পর্যায়ে পানি সংকটের কারণে হিমশিম খেতে হয় তাঁদের। নিজস্ব পানি শেষ হয়ে যাওয়ায় বাসাবাড়ি থেকে পানি সংগ্রহ করতে হয় ফায়ার কর্মীদের।
আগুন কীভাবে লেগেছে তা এখনো নিশ্চিত করে জানা যায়নি। ফায়ার সার্ভিস আরও জানায়, ভবনটির নিচতলায় ক্যামিকেলের গুদাম ছিল। সেখান থেকেই আগুনের সূত্রপাত বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
ঢাকানিউজ২৪.কম / এসডি
আপনার মতামত লিখুন: