নিউজ ডেস্ক: শ্রীলঙ্কার রানাসিঙ্গে প্রেমাদাসা স্টেডিয়ামে এশিয়া কাপের ভারত লঙ্কা ফাইনাল শুরু হয়েছে। টসে জিতে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছে শ্রীলঙ্কার অধিনায়ক। শেষ খবর পা্ওয়া পর্যন্ত ভারতের পেস বোলার মহম্মদ সিরাজের বিধ্বংসী বলে শ্রীলঙ্কার ৬ উইকেটের পতন। খেলা চলছে ৭ ওভার। রান ১২। যারা আউট হয়েছেন তারা হলেন পাথুন নিশাঙ্কা ২, কুশল পেরেরা ০, আশালঙ্কা ০ , সাধিরা ০ ও ধনঞ্জয় ডি সিলভা ৪ রানে আউট হয়েছে। মহম্মদ সিরাজ একাই নিয়েছে ৫ উইকেট। শ্রীলঙ্কার চারজন ব্যাটার কোন রান না করেই সাজ ঘরে ফেরত গেছে।
ঢাকানিউজ২৪.কম / এসডি
আপনার মতামত লিখুন: