
নিউজ ডেস্ক : নতুন মৌসুম শুরু হবে। এ মৌসুমে প্রি-সিজন ট্যুরের অংশ হিসেবে সৌদি ক্লাব আল নাসরের বিপক্ষে মাঠে নেমেছে ফ্রেঞ্চ লিগ ওয়ান চ্যাম্পিয়ন পিএসজি। জাপানের নিগাই স্টেডিয়ামে ম্যাচটি শুরু হয়েছে বিকাল ৪টা ২০ মিনিটে।
শুরুর একাদশে নাসরের জার্সিগায়ে মাঠে নেমেছেন সময়ের অন্যতম সেরা তারকা ফুটবলার ক্রিস্টিয়ানো রোনালদো।
আল নাসের একাদশ: (ফরমেশন ৪-২-৩-১)
ক্রিস্টিয়ানো রোনালদো (অধিনায়ক), নাওয়াফ আল-আকিদি (গোলরক্ষক), সুলতান আলগানিম, আলি লাজিমি, আব্দুল্লাহ মাদু, ঘিসলেইন কোনান, সিকো ফোফানা, মার্সেলো ব্রোজোভিচ, ইয়ামান ইয়াহা, আব্দুর রহমান গারিব,তালিস্কা।
কোচ: লুইস কাস্ত্রো
পিএসজি একাদশ: (ফরমেশন ৪-৩-৩ )
জিয়ানলুইগি ডোনারুম্মা, লুকাস হার্নান্দেজ, মিলান স্ক্রিনিয়ার, দানিলো পেরেরা, আশরাফ হাকিমি, চেয়ার নাদোর, ভিত্তেনাহ, ওয়ারেন জায়ার-এমেরি, নুহা লেমিনা, মার্কো অ্যাসেনসিও কার্লোস সোলার
ঢাকানিউজ২৪.কম / কেএন
আপনার মতামত লিখুন: