
নিউজ ডেস্ক: শুরু হয়েছে বাংলাদেশে নিউজিল্যান্ড প্রথম ওয়ানডে ম্যাচ। এদিন বাংলাদেশের পক্ষে অধিনায়ক লিটন কুমার দাস টস করেন। টসে জিতে ফ্লিডিং এর সিদ্ধান্ত নেন বাংলাদেশ অধিনায়ক। শেষ খবর পর্যন্ত নিউজ্যিালান্ড ৩ ওভারে কোনো উইকেট না হারিয়ে ৭ রান করেছে।
বাংলাদেশ একাদশ : লিটন দাস (অধিনায়ক), তামিম ইকবাল, তানজিদ হাসান তামিম, মাহমুদউল্লাহ রিয়াদ, তাওহীদ হৃদয়, সৌম্য সরকার, মেহেদী হাসান মিরাজ, নুরুল হাসান সোহান, নাসুম আহমেদ, তানজিম হাসান সাকিব ও মুস্তাফিজুর রহমান।
নিউজিল্যান্ড একাদশ : ফিন অ্যালেন, চ্যাড বোয়েজ, উইল ইয়াং, হেনরি নিকোলস, টম ব্লান্ডেল, রচিন রবীন্দ্র, কোল ম্যাককোচি, ইশ সোধি, কাইল জেমিসন, লকি ফার্গুসন (অধিনায়ক) ও ট্রেন্ট বোল্ট।
বিশ্বকাপের আগে পরীক্ষার এক সিরিজ শুরু করছে বাংলাদেশ। কয়েকজন তারকা ক্রিকেটারকে বিশ্রাম দিয়ে বোর্ড। অন্যদিকে দীর্ঘদিন পর মাঠে ফিরেছেন তামিম ইকবাল, মাহমুদউল্লাহ রিয়াদ ও সৌম্য সরকারসহ কয়েকজন। তারা ভালো খেললে বিশ্বকাপ দল গঠনে সহায়তা পাবে টাইগার টিম ম্যানেজমেন্ট।
ঢাকানিউজ২৪.কম / এসডি
আপনার মতামত লিখুন: