• ঢাকা
  • শুক্রবার, ১৯ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ; ০৩ মে, ২০২৪ খ্রিস্টাব্দ
  • সরকারি নিবন্ধন নং ৬৮

Advertise your products here

banner image
website logo

শ্রীমঙ্গল বিলে মাছ ধরতে গিয়ে এক মৎসজীবীর মৃত্যু 


ঢাকানিউজ২৪.কম ; প্রকাশিত: বৃহস্পতিবার, ২৪ আগষ্ট, ২০২৩ খ্রিস্টাব্দ, ০৬:৫৯ পিএম
শ্রীমঙ্গল বিলে মাছ ধরতে গিয়ে এক মৎসবীজির
মৃত্যু 

মো: জহিরুল ইসলাম, স্টাফ রিপোর্টার : মৌলভীবাজারে শ্রীমঙ্গলে  হাইল হাওরে বিলে  মাছ ধরতে গিয়ে এক মৎসবীজির  মৃত্যুর খবর পাওয়া গেছে। বুধবার (২৩ আগষ্ট) শ্রীমঙ্গল পশ্চিম ভাড়াউড়া হাইল হাওরে বেলা ২ টার দিকে  মো: ফজর আলী (৩৩) নামে এক মৎসজীবি  নৌকা দিয়ে হাইল হাওরে নাফতা ডোবা নামক  বিলে  মাছ ধরতে গিয়ে পানিতে ডুবে মারা যায়।

নিহতরা বাড়ি উত্তর ভাড়াউড়া এলাকার মো: ইয়াত আলী ছোট ছেলে বলে  জানা যায়।  

পুলিশ সূত্রে জানা যায়,  নিহত ফজল আলীর গায়ে কোন প্রকার  আঘাতের চিহৃ পাওয়া যায়নি। এটি ধারণা করা হচ্ছে স্বাভাবিক মৃত্যু।   

নিহতের  ভাই মো: ইমান মিয়া বলেন, আমার ভাই ফজর আলী দুপুরে নৌকা নিয়ে মাছ ধরতে গেলে  নিখোঁজ হয়,  সে বাড়িতে  ফিরে না আসাতে আমরা হাইল হাওরে অনেক খোঁজাখুঁজর পর  আনুমানিক  সন্ধ্যা ৭ টার  দিকে বিলের  পানিতে ডুবন্ত অবস্থায় পাই। সেখান থেকে তাকে উদ্ধার করে ডাক্তার কাছে নিয়ে   ডাক্তার মৃত ঘোষণা করেন।

পুলিশ সূত্রে জানা যায়,  নিহত ফজল আলীর গায়ে কোন প্রকার  আঘাতের চিহৃ পাওয়া যায়নি। এটি ধারণা করা হচ্ছে স্বাভাবিক মৃত্যু। 

এব্যাপারে শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ মো: জাহাঙ্গীর হোসেন সরদার বলেন, আমরা খবর পেয়ে হাইল হাওর নাফতা ডোবা নামক স্থানে পানি ডুবন্ত অবস্থায়  লাশ উদ্ধার করি। এটি স্বাভাবিক মৃত্যু বলে নিহতের পরিবাররে লোকজন থানায় কোন অভিযোগ করেনি। মানবিক দিক বিবেচনা  করে স্থানীয় জনপ্রতিনিধির মাধ্যমে নিহত ফজল আলীর  লাশ পরিবারে কাছে ময়নাতদন্ত ছাড়া দেওয়া হয়েছে।

ঢাকানিউজ২৪.কম / কেএন

আরো পড়ুন

banner image
banner image