
জলঢাকা (নীলফামারী) প্রতিনিধি : নীলফামারীর জলঢাকা আধা কেজি গাঁজা সহ ১জনকে গ্রেফতার করেছে থানা পুলিশ। জেলা পুলিশ সুপার, মোহাম্মদ গোলাম সবুর পিপিএম এর দিকনির্দেশনায়, জলঢাকা থানার অফিসার ইনচার্জ(ওসি) মোঃ মুক্তারুল আলম সার্বিক সহযোগিতায় ও এসআই মিনহাজুল ইসলামের নেতৃত্বে থানার মাদক বিরোধী অভিযানের বিশেষ সক্রিয় চৌকস অভিযানিক টীম গোপন সংবাদের ভিত্তিতে গোলনা ইউনিয়নের কালীগঞ্জ বাজার এলাকায় অভিযান পরিচালনা করে আধা কেজি গাঁজাসহ মোঃ শফিকুল ইসলাম (৫২) কে গ্রেফতার করে।
গ্রেফতারকৃত ব্যক্তি উপজেলার উক্ত ইউনিয়নের -মৃত আজিজুল হকের ছেলে। তার বিরুদ্ধে থানার একটি মামলা রুজু হয়। যাহার নং-০৪(১১)২৩।
এ বিষয়ে জলঢাকা থানার অফিসার ইনচার্জ ওসি মুক্তারুল আলম জানান গ্রেফতারকৃত কে পুলিশ স্কটের মাধ্যমে আদালতে পাঠানো হয়েছে। থানা এলাকায় মাদক বিরোধী অভিযান পরিচালনা অব্যহত আছে।
ঢাকানিউজ২৪.কম / কেএন
আপনার মতামত লিখুন: