
আটোয়ারী (পঞ্চগড়) প্রতিনিধি : পঞ্চগড়ের আটোয়ারীতে সীমান্ত এলাকায় জনসাধারণের মাঝে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে আলোচনা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার ( ১১ নভেম্বর) বিকেলে ১৮ বিজিবি’র আয়োজনে উপজেলার বোধগাঁও বিওপি’র আওতাধীন এলাকা বালাডাঙ্গী খানকায়ে মোহেব্বীয়া কমপ্লেক্স চত্বরে সীমান্ত এলাকার জনসাধারণ, স্থানীয় জনপ্রতিনিধি, শিক্ষক-শিক্ষাথী,গণমাধ্যমকর্মী সহ স্থানীয়দের সাথে সীমান্ত হত্যা, মাদকসহ চোরাচালান প্রতিরোধে জনসচেতনতামূলক আলোচনা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন এবং স্বাগত বক্তব্য রাখেন নায়েক সুবেদার কাজী মোঃ জাহিদ হাসান।
সীমান্ত এলাকায় অপরাধ নিয়ন্ত্রণে এলাকার জনপ্রতিনিধি সহ সচেতন মহলের করণীয় সম্পর্কে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, হাবিলদার শ্রী রনজিত কুমার, হাবিলদার শ্রী মনি মোহন বিশ্বাস, আটোয়ারী উপজেলা প্রেস ক্লাবের সভাপতি মোঃ ইউসুফ আলী, ইউপি সদস্য রমজান আলী, আজিজার রহমান, জয়নাল আবেদীন, আবু তাহের, নজরুল ইসলাম, নির্মল কুমার দেব প্রমুখ। বক্তারা বলেন, সীমান্ত এলাকায় কৃষিকাজ করতে গিয়ে অথবা গবাদী পশুকে ঘাস খাওয়ানোর সময় যাতে কেহ সীমান্ত অতিক্রম না করে।
এছাড়া মাদক ব্যবসায়ী, মাদকাসক্ত ও চোরাচালনের সাথে জড়িতদের চিহ্নিত করে আইনী ব্যবস্থা গ্রহণ করতে বিজিবি কে সহযোগিতা করার আহবান জানানো হয়।
ঢাকানিউজ২৪.কম / কেএন
আপনার মতামত লিখুন: