
নিউজ ডেস্ক : এশিয়া কাপের পর্দা উঠছে আজ বুধবার । এবারের আয়োজন ‘ হাইব্রিড মডেলে ’ হচ্ছে । ভারতের আপত্তিতে মূল আয়োজক পাকিস্তান থেকে বেশ কিছু ম্যাচ সরিয়ে নেওয়া হয়েছে । ৪টি ম্যাচ পাকিস্তান ও ৯টি ম্যাচের আয়োজন করবে শ্রীলঙ্কা । মোট ১৩টি ম্যাচের টুর্নামেন্টটির সবগুলো খেলা বাংলাদেশ সময় বিকেল সাড়ে তিনটায় শুরু হবে ।
বাংলাদেশসহ ৬টি দেশ এ আসরে অংশ নিতে শেষ মুহূর্তের প্রস্তুতি সারছে । বিশ্বকাপ ও এশিয়া কাপ- দুটি টুর্নামেন্টই হবে ওয়ানডেতে । ভারত, শ্রীলঙ্কা ও পাকিস্তানের তুলনায় বাংলাদেশ অনেকটাই পিছিয়ে রয়েছে ।
তিনবার ফাইনাল খেলার পরেও টাইগাররা শিরোপা জিততে পারেনি । সর্বশেষ ২০১৮ সালে ওয়ানডে ফরমেটে হওয়া এশিয়া কাপের ফাইনালে ওঠে বাংলাদেশ । ভারতের বিপক্ষে হওয়া ম্যাচটিতে শেষ পর্যন্ত ৩ উইকেটে হেরে যায় টাইগাররা ।
প্রথমবারের মতো এশিয়া কাপে অংশ নেওয়া নেপাল ছাড়া বাকি পাঁচটি দলই খেলবে বিশ্বকাপে । সেই সুবাদে চলতি এশিয়া কাপকে বিশ্বকাপের প্রস্তুতি হিসেবেই ধরে নিয়েছে সবগুলো দলই ।
এবারের এশিয়া কাপের ‘ এ ’ গ্রুপে রয়েছে ভারত, পাকিস্তান ও নেপাল । ‘ বি ’ গ্রুপে অবস্থান বাংলাদেশ, শ্রীলঙ্কা ও আফগানিস্তানের ।
ভারত স্কোয়াড : রোহিত শর্মা( অধিনায়ক), বিরাট কোহলি, শ্রেয়াস আইয়ার, লোকেশ রাহুল, শুভমান গিল, সূর্যকুমার ইয়াদব, তিলক ভার্মা, ঈশান কিষান, হার্দিক পান্ডিয়া, রবীন্দ্র জাদেজা, অক্ষর পাটেল, শার্দুল ঠাকুর, জাসপ্রিত বুমরাহ, মোহাম্মদ সিরাজ, মোহাম্মদ শামি, কুলদ্বীপ ইয়াদব, প্রসিধ কৃষ্ণা ।
নেপাল স্কোয়াড রোহিত কুমার পাওডেল( অধিনায়ক), মোহাম্মদ আসিফ শেখ, কুশাল ভুরটেল, ললিত নারায়ণ রাজবানশি, ভিম শারকি, কুশাল মাল্লা, দিপেন্দ্রা সিং আইরে, সন্দ্বীপ লামিচানে, কারান এলসি, গুলশান কুমার ঝা, আরিফ শেখ, সোমপাল কামি, প্রাতিশ জিসি, কিশোর মাহাতো, সুন্দিপ জোরা, অর্জুন সাউদ ও শায়াম ধাকাল।
বাংলাদেশ স্কোয়াড : সাকিব আল হাসান( অধিনায়ক), লিটন কুমার দাস, নাজমুল হোসেন শান্ত, তাওহিদ হৃদয়, মুশফিকুর রহিম, আফিফ হোসেন ধ্রুব, মেহেদী হাসান মিরাজ, তাসকিন আহমেদ, হাসান মাহমুদ, মোস্তাফিজুর রহমান, শরিফুল ইসলাম, নাসুম আহমেদ, শেখ মাহাদি হাসান, নাইম শেখ, শামীম হোসেন পাটোয়ারি, তানজিদ হাসান তামিম, তানজিম হাসান সাকিব ।
আফগানিস্তান স্কোয়াড : হাশমতউল্লাহ শাহিদ( অধিনায়ক), রহমানুল্লাহ গুরবাজ, ইব্রাহিম জাদরান, রিয়াজ হাসান, রহমত শাহ, নয়লী জাদরান, মোহাম্মদ নবি, ইকরাম আলিখিল, করিম জানাত, গুলবাদিন নায়েব, রশিদ খান, মুজিব উর রহমান, নূর আহমদ, শরিফউদ্দিন আশরাফ, ফজল হক ফারুকি, আবদুর রহমান, এস সাফি ।
শ্রীলঙ্কা স্কোয়াড : দাসুন শানাকা( অধিনায়ক), পাথুম নিশাঙ্কা, দিমুথ করুনারত্নে, কুশল পেরেরা, কুশল মেন্ডিস, চারিথ আশালঙ্কা, সাদিরা সামারাবিক্রমা, ধনাঞ্জয়া ডি সিলভা, দুশন হেমন্ত, দুনিথ ওয়েল্লালাগে, মহেশ থিকসানা, প্রমোদ মাদুশান, কাসুন রাজিথা, বিনুরা ফার্নান্দো ও মাথিশা পাথিরানা ।
পাকিস্তান স্কোয়াড বাবর আজম( অধিনায়ক), আবদুল্লাহ শফিক, ফখর জামান, ইমাম- উল- হক, সলমান আলী আগা, ইফতিকার আহমেদ, মহম্মদ রিজওয়ান, মহম্মদ হারিস, শাদাব খান, মহম্মদ নওয়াজ, উসামা মীর, ফাহিম আশরাফ, হারিস রউফ, মহম্মদ ওয়াসিম জুনিয়র, নাসিম শাহ, শাহীন আফ্রিদি, সৌদ শাকিল, তৈয়ব তাহির( ট্র্যাভেলিং রিজার্ভ) ।
ঢাকানিউজ২৪.কম / কেএন
আপনার মতামত লিখুন: