• ঢাকা
  • শুক্রবার, ১৩ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ; ২৬ এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ
  • সরকারি নিবন্ধন নং ৬৮

Advertise your products here

banner image
website logo

ভয়াবহ বন্যায় সরকারের উদাসীনতার তীব্র নিন্দা বাম জোটের


ঢাকানিউজ২৪.কম ; প্রকাশিত: সোমবার, ২০ জুন, ২০২২ খ্রিস্টাব্দ, ০১:১৯ পিএম
ভয়াবহ বন্যায় সরকারের উদাসীনতার তীব্র নিন্দা
বাম গণতান্ত্রিক জোট

ডেস্ক নিউজ: বাম গণতান্ত্রিক জোটের কেন্দ্রীয় পরিচালনা পরিষদের এক সভা ১৯ জুন ২০২২ বিকেল ৪ টায় সিপিবি অফিসে অনুষ্ঠিত হয়। সভায় সিলেট সুনামগঞ্জসহ দেশের বিভিন্ন স্থানে বন্যায় ক্ষতিগ্রস্ত বানভাসী মানুষকে উদ্ধার তৎপরতা ও ত্রাণ কার্যক্রমে সরকারের উদাসীনতা, বন্যাকবলিত মানুষকে উদ্ধারে সরকার প্রশাসনের সমন্বয়হীনতায় তীব্র নিন্দা, গভীর উদ্বেগ ও ক্ষোভ প্রকাশ করেছে।

বৈঠকে বলা হয়, সিলেট, সুনামগঞ্জে দ্বিতীয় দফা বন্যায়ও সরকারের আগাম কোনো সতর্কবার্তা প্রদান করতে পারেনি যা চরম দায়িত্বহীনতার পরিচয় বহন করে।

সভায় সরকার বন্যাপীড়িতদের পর্যাপ্ত ত্রাণ কার্যক্রম পরিচালনায় মনোযোগ না দিয়ে পদ্মা সেতু উদ্বোধনের উৎসব ডামাডোলে মশগুল থাকা এবং কোটি কোটি টাকা খরচেরও তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে। বাম জোট পদ্মা সেতু উদ্বোধনের নামে বিলাসিতা না করে সেই অর্থ বন্যার্তদের জন্য খাদ্য, পানি বিশুদ্ধকরণ ঔষধ, খাবার পানি, ঔষধ ও চিকিৎসায় ব্যয় করার দাবি জানান।

বাম জোটের কেন্দ্রীয় সমন্বয়ক ইউসি এসপি সাধারণ সম্পাদক কমরেড আব্দুস সাত্তারের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন সিপিবি সভাপতি কমরেড মোহাম্মদ শাহ্ আলম, বাসদ সাধারণ সম্পাদক কমরেড বজলুর রশিদ ফিরোজ, গণতান্ত্রিক বিপ্লবী পার্টির সাধারণ সম্পাদক কমরেড মোশরেফা মিশু, বাংলাদেশের ওয়ার্কাস পার্টি (মার্কসবাদী)’র সাধারণ সম্পাদক কমরেড ইকবাল কবির জাহিদ, বাসদ (মার্কসবাদী) সমন্বয়ক কমরেড মাসুদ রানা, সমাজতান্ত্রিক আন্দোলনের নির্বাহী সভাপতি কমরেড আব্দুল আলী, বাসদ সহকারি সাধারণ সম্পাদক কমরেড রাজেকুজ্জামান রতন, ইউসিএলবি’র সম্পাদক কমরেড মোশারফ হোসেন নান্নু, সিপিবি কেন্দ্রীয় সদস্য আব্দুল্লাহ কাফী রতন, বিধান দাস, সীমা দত্ত, রুবেল সিকদার প্রমুখ নেতৃবৃন্দ।

ঢাকানিউজ২৪.কম / কেএন

আরো পড়ুন

banner image
banner image