নিউজ ডেস্ক : এশিয়া কাপের শেষ দুই ম্যাচ ইনজুরির কারণে খেলতে পারেননি নাসিম শাহ। আশঙ্কা ছিল বিশ্বকাপের দলেও তাকে না পাওয়ার। অবশেষে পাকিস্তানের বিশ্বকাপ দল থেকে ছিটকে গিয়েছেন তারকা এই পেসার।
শুক্রবার ওয়ানডে (২২ সেপ্টেম্বর) বিশ্বকাপের জন্য দল ঘোষণা করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড।
নাসিম শাহ বাদ যাওয়ায় কপাল খুলেছে হাসান আলীর। বিশ্বকাপ দলে জায়গা পেয়েছেন ডানহাতি এই পেসার।
পাকিস্তানের বিশ্বকাপ দল: বাবর আজম (অধিনায়ক), শাদাব খান, ফখর জামান, ইমাম উল হক, আবদুল্লাহ শফিক, মোহাম্মদ রিজওয়ান, সৌদ শাকিল, ইফতিখার আহমেদ, আগা সালমান, মোহাম্মদ নওয়াজ, উসামা মীর, হারিস রউফ, হাসান আলী, শাহিন আফ্রিদি ও মোহাম্মদ ওয়াসিম জুনিয়র।
ঢাকানিউজ২৪.কম / কেএন
আপনার মতামত লিখুন: