• ঢাকা
  • শুক্রবার, ২০ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ; ০৩ মে, ২০২৪ খ্রিস্টাব্দ
  • সরকারি নিবন্ধন নং ৬৮

Advertise your products here

banner image
website logo

হিলি পানামা পোর্টে খালাসের অপেক্ষায় শতাধিক চালের ট্রাক 


ঢাকানিউজ২৪.কম ; প্রকাশিত: বৃহস্পতিবার, ১৮ আগষ্ট, ২০২২ খ্রিস্টাব্দ, ০২:৪৫ পিএম
হিলি পানামা পোর্টে খালাসের
অপেক্ষায় শতাধিক চালের ট্রাক 

দিনাজপুর প্রতিনিধি: শুল্ককর কমানোর আশায় ভারত থেকে আমদানিকৃত শতাধিক চালবোঝাই ট্রাক হিলি বন্দরের পানামা পোর্ট লিংক লিমিটেডের ভিতরে খালাসের অপেক্ষায় দাঁড়িয়ে আছে। চাল বোঝাই ট্রাকগুলো খালাস হলে বাজারে চালের দাম অনেকটাই কমবে বলে আশা করছেন ব্যবসায়ীরা। 

জানা যায়, দীর্ঘ ৯ মাস বন্ধ থাকার পর গত ২৩ জুলাই থেকে ২৫% শুল্ককরে চাল আমদানির অনুমতি (আইপি) দেন সরকার। এই বন্দরে ১০ জন চাল আমদানিকারক ৩০ হাজার মেট্রিকটন চাল আমদানির পারমিট পায়। শতাধিক চাল বোঝাই ট্রাক বেশ কয়েকদিন যাবৎ বন্দর অভ্যন্তরে দাঁড়িয়ে আছে। 

হিলি বাজারের চাল ব্যবসায়ী বাবুল হোসেন বলেন, হিলি বন্দরে চাল আমদানি স্বাভাবিক থাকলেও বাজারে তার প্রভাব পড়েনি। বরং চালের দাম আরও বেড়ে গেছে। ডলারের দাম বৃদ্ধি আর সরকারি শুল্ককর কমানোর অজুহাতে আমদানিকারকরা চালগুলো বন্দর থেকে খালাস করছেন না। তবে যদি তারা চালগুলো বাজারজাত করেন তাহলে আশা করা যায় চালের দাম অনেকটাই কমে যাবে।

এবিষয়ে হিলি স্থলবন্দরের আমদানি-রপ্তানিকারক গ্রুপের সভাপতি হারুন উর রশিদ হারুন বলেন, ডলারের দাম বৃদ্ধির কারণে আমদানিকারকরা চাল আমদানি করে লোকসানে পড়ছেন। একারনে ভারত থেকে চাল আমদানির প্রতি অনিহা তাদের। তবে যদি সরকার চালের উপর ২৫% শুল্ক তুলে নেন, তাহলে বন্দর অভ্যন্তরে যেসব চালের গাড়িগুলো অবস্থান করছে সেগুলো খালাস করবেন আমদানিকারকরা। এছাড়াও ভারত থেকে চালের আমদানি আরও বৃদ্ধি পাবে। সেই সাথে দেশের বাজারে চালের দাম কমে যাবে।

হিলি কাস্টমস সূত্রে জানা যায়, গত ২৩ জুলাই থেকে এবন্দরে ১৯২টি ট্রাকে ৭ হাজার ৭১৫ মেট্রিকটন চাল আমদানি হয়েছে।

ঢাকানিউজ২৪.কম / মোঃআব্দুস সাওার/কেএন

আরো পড়ুন

banner image
banner image