
পিরোজপুর প্রতিনিধি : প্রাথমিক শিক্ষা পদক-২০২৩ এ পিরোজপুর জেলায় শ্রেষ্ঠ সভাপতি নির্বাচিত হওয়ায় মঠবাড়িয়া উপজেলার হাফিজুর রহমান তানভীর কে সংবর্ধনা দেওয়া হয়েছে। হাফিজুর রহমান তানভীর উপজেলার পৌর শহরের বিশিষ্ট ব্যবসায়ী মোঃ আবু তালিবের ছেলে।
রোববার (৮ অক্টোবর) রাত সাড়ে ৮টায় পৌর শহরের সদর রোডে অবস্থিত মদিনা হোটেলে ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান কে লতিফ ইনস্টিটিউশনের ২০০৪ ব্যাচের বন্ধু সংগঠন "স্বপ্ন যাত্রা ৯৯" পরিবারের পক্ষ থেকে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। এ সময় অন্যানোর মধ্যে বক্তব্য রাখেন,উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আরিফুর রহমান সিফাত,মঠবাড়িয়ার কৃতি সন্তান ভোলা জেলায় কর্মরত বিজ্ঞ সহকারি জজ সাব্বির আহমেদ,মঠবাড়িয়া সরকারি কলেজের প্রভাষক মোহসেনুল মোল্লা,জেলার শ্রেষ্ঠ সভাপতি হাফিজুর রহমান তানভীর, উপজেলা প্রেস ক্লাব সভাপতি মজিবর রহমান, সাংবাদিক সমিতির সভাপতি ইসমাইল হাওলাদার, সাধারন সম্পাদক সাকিল আহম্মেদ, ই- কমার্স এর প্রতিষ্ঠাতা আরাফাত হোসেন মিরাজ, ইসতিয়াক আহমেদ মিশাদ প্রমুখ।
গত ১৪ সেপ্টেম্বর উপজেলার ধানীসাফা ইউনিয়নের ১৫৩ নং দক্ষিণ তেতুলবাড়িয়া পঞ্চগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিচালনা পরিষদ সভাপতি হাফিজুর রহমান তানভীর পিরোজপুর জেলা প্রশাসক কার্যালয়ে অনুষ্ঠিত প্রাথমিক শিক্ষা পদক -২০২৩ এর জেলা পর্যায়ে অংশ নেয়া ৭ টি উপজেলা সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতিদের মধ্যে শ্রেষ্ঠ সভাপতি নির্বাচিত হয়। এর আগে ১১ টি ইউনিয়ান ও পৌরসভার সকল প্রাথমিক বিদ্যালয় পরিচালনা পর্ষদের উপজেলা পর্যায়ের শ্রেষ্ঠ সভাপতি নির্বাচিত হন।
ঢাকানিউজ২৪.কম / কেএন
আপনার মতামত লিখুন: