• ঢাকা
  • শনিবার, ২০ আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ; ০৫ অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ
  • সরকারি নিবন্ধন নং ৬৮

Advertise your products here

banner image
website logo

আন্দোলন গড়ে তুলে সরকারকে পদত্যাগে বাধ্য করতে হবে: জোনায়েদ সাকি


ঢাকানিউজ২৪.কম ; প্রকাশিত: বৃহস্পতিবার, ০৮ জুন, ২০২৩ খ্রিস্টাব্দ, ০৩:৪৫ পিএম
আন্দোলন গড়ে তুলে সরকারকে পদত্যাগে বাধ্য করতে হবে
গণসংহতি আন্দোলনের সমন্বয়ক জোনায়েদ সাকি

মোঃ আব্দুস সাত্তার, দিনাজপুর প্রতিনিধি : গণসংহতি আন্দোলনের সমন্বয়ক জোনায়েদ সাকি বলেছেন, সরকার ঘরে ঘরে বিদ্যুতের পরিবর্তে ঘরে ঘরে লোডশেডিং দিয়েছে। সরকারের মধ্যে বেসামাল পরিস্থিতি সৃষ্টি হয়েছে। সরকারের পায়ের তলায় মাটি নেই। গনতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থার পক্ষে আন্দোলন গড়ে তুলে সরকারকে পদত্যাগে বাধ্য করতে হবে। দেশের মানুষ ২০১৪ সালের মত তামাশার নির্বাচন আর সহ্য করবে না।সরকার রাষ্ট্রীয় বাহিনিকে ব্যবহার করে বিরোধী দলের নেতাকর্মীদের উপর নির্যাতন করছে। 

ঢাকা-দিনাজপুর রোডমার্চের অংশ হিসেবে ১৪ দফা দাবিতে বুধবার (৭ জুন) দুপুর ১টায় দিনাজপুর লোকভবন চত্বরে গণতন্ত্র মঞ্চ দিনাজপুর জেলা কমিটি আয়োজিত সমাবেশে এসব কথা বলেন তিনি। 

নাগরিক ঐক্য দিনাজপুর জেলা কমিটির সমন্বয়ক সৈয়দ এমদাদুল হকের সভাপতিত্বে বক্তব্য রাখেন বাংলাদেশে বিপ্লবী ওয়ার্কার্স পার্টি কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক সাইফুল হক, রাষ্ট্র সংস্কার আন্দোলনের প্রধান সমন্বয়ক অ্যাড. হাসনাত কাইয়ূম, ভাষানী অনুসারী পরিষদের আহবায়ক বীর মুক্তিযোদ্ধা শেখ রফিকুল ইসলাম বাবলু ও জাতীয় সমাজতান্ত্রিক দল-জেএসডি কেন্দ্রীয় কমিটির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক কামাল উদ্দিন পাটোয়োরী।নাগরিক ঐক্যের দিনাজপুর জেলা কমিটির সমন্বয়ক সৈয়দ এমদাদুল হকের সভাতিত্বে ও বিপ্লবী ওয়ার্কার্স পার্টি দিনাজপুর জেলা কমিটির নেতা আবু হাসান টিপু’র সঞ্চালনায় জনসভায় জেলা নেতাদের মধ্যে বক্তব্য রাখেন জাতীয় সমাজতান্ত্রিক দল-জেএসডি দিনাজপুর জেলা শাখার সভাপতি এ্যাড. গোলাম রব্বানী, নাগরিক ঐক্য জেলা কমিটির নেতা শরাফত হোসেন প্রমূখ।

ঢাকানিউজ২৪.কম / কেএন

আরো পড়ুন

banner image
banner image