• ঢাকা
  • শুক্রবার, ২ জ্যৈষ্ঠ ১৪৩১ বঙ্গাব্দ; ১৭ মে, ২০২৪ খ্রিস্টাব্দ
  • সরকারি নিবন্ধন নং ৬৮

Advertise your products here

banner image
website logo

মহাসমাবেশে সহিংসতার ঘটনায় ৭ দেশের গভীর উদ্বেগ প্রকাশ


ঢাকানিউজ২৪.কম ; প্রকাশিত: সোমবার, ৩০ অক্টোবর, ২০২৩ খ্রিস্টাব্দ, ০৪:০২ পিএম
৭ দেশের গভীর উদ্বেগ প্রকাশ
মহাসমাবেশের সহিংসতার ঘটনা

নিউজ ডেস্ক : রাজনৈতিক সমাবেশের সময় ২৮ অক্টোবর সহিংসতার ঘটনায় গভীর উদ্বেগ জানিয়েছে অস্ট্রেলিয়া, কানাডা, জাপান, কোরিয়া প্রজাতন্ত্র, নরওয়ে, যুক্তরাজ্য ও যুক্তরাষ্ট্র সরকার। সেই সঙ্গে প্রাণহানি ও আহতদের প্রতি সমবেদনা জানানো হয়েছে।

৭ দেশের কূটনৈতিক মিশনের যৌথ বিবৃতিতে সোমবার (৩০ অক্টোবর) এ কথা জানানো হয়।

কূটনৈতিক মিশনের যৌথ বিবৃতিতে বলা হয়, অবাধ, সুষ্ঠু, অংশগ্রহণমূলক ও শান্তিপূর্ণ নির্বাচনের পরিবেশ সৃষ্টিতে আমরা সকল পক্ষকে সংযম প্রদর্শন, সহিংসতা পরিহার এবং একযোগে কাজ করার আহ্বান জানাচ্ছি।

রাজধানীর নয়াপল্টনে শনিবার বিএনপির মহাসমাবেশ ছিল। মহাসমাবেশ শুরুর আগে কাকরাইলে দুপুর থেকে বিএনপির নেতা-কর্মীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ হয়। এই সংঘর্ষ পরে বিজয়নগর পানির ট্যাংক ও শান্তিনগর এলাকায় ছড়িয়ে পড়ে। এক সময় মহাসমাবেশ পণ্ড হয়ে যায়।

মহাসমাবেশের রক্তক্ষয়ী এই সংঘর্ষে পুলিশের এক সদস্য ও যুবদলের ওয়ার্ড পর্যায়ের এক নেতা নিহত হন। সংঘর্ষে আহত হয়েছেন পুলিশের ৪১ ও আনসারের ২৫ জন সদস্য। আহত হয়েছেন কমপক্ষে ২০ জন সাংবাদিক।

ঢাকানিউজ২৪.কম / কেএন

আরো পড়ুন

banner image
banner image