
মোঃ মাসুদ রানা, সিরাজগঞ্জ প্রতিনিধিঃ সিরাজগঞ্জ জেলার শাহজাদপুর উপজেলার বাঘাবাড়ী নৌ বন্দর এলাকার বড়াল নদী থেকে অজ্ঞাত এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে নৌ পুলিশ।
বুধবার (২৬ জুলাই) দুপুর ১টার দিকে শাহজাদপুর থানা পুলিশের সহযোগিতায় সিরাজগঞ্জ নৌ পুলিশ লাশটি উদ্ধার করে।
শাহজাদপুর থানার পরিদর্শক (অপারেশন) আবু সাঈদ এ তথ্য নিশ্চিত করে জানান, সকাল ১০টায় বাঘাবাড়ী নৌ বন্দরে জাহাজ থেকে পণ্য খালাসের কাজে নিয়োজিত শ্রমিকরা ১নং পল্টনের পাশে লাশটি ভাসমান অবস্থায় দেখতে পায় । বিষয়টি থানা পুলিশ কে অবগত করা হলে থানা সিরাজগঞ্জ নৌ পুলিশকে অবহিত করে ।
সিরাজগঞ্জ নৌ থানার অফিসার ইনচার্জ রবিউল আলম খান জানান, উদ্ধারের পর লাশটির সুরতহালে দেখা গেছে, তার পড়নে কালো রংয়ের ফুল প্যান্ট এবং খয়েরি কালারের হাফ শার্ট রয়েছে। তার বয়স আনুমানিক ৫০ বছর, গায়ের রং কালো এবং শারীরিক বিবেচনায় তাকে সনাতন ধর্মাবলম্বী বলে শনাক্ত করা হয়েছে।
এখনও তার পরিচয় মেলেনি।
ঢাকানিউজ২৪.কম / কেএন
আপনার মতামত লিখুন: