• ঢাকা
  • শুক্রবার, ২০ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ; ০৩ মে, ২০২৪ খ্রিস্টাব্দ
  • সরকারি নিবন্ধন নং ৬৮

Advertise your products here

banner image
website logo

ইংল্যান্ডের কাছে বিশাল ব্যবধানে হার বাংলাদেশের


ঢাকানিউজ২৪.কম ; প্রকাশিত: বুধবার, ১১ অক্টোবর, ২০২৩ খ্রিস্টাব্দ, ০৯:২০ এএম
ক্রিকেট
রিস টপলে, বাংলাদেশ ইংল্যান্ড ম্যাচে বল করার পর

নিউজ ডেস্ক: বাংলাদেশকে ১৩৭ রানের বিশাল ব্যবধানে হারিয়েছে গতবারের চ্যাম্পিয়ান ইংল্যান্ড। ম্যাচ জেতার জন্য বাংলাদেশকে ৩৬৫ রানের টার্গেট দিয়েছিল ইংল্যান্ড।  সাকিব আল হাসানের দল ৪৮.২ ওভারে মাত্র ২২৭ রানেই অলআউট হয়ে যায়। এর মধ্য দিয়ে জস বাটলারের নেতৃত্বে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ইংল্যান্ড প্রথম জয় পেল। এর আগে নিউজিল্যান্ডের কাছে ৯ উইকেটে শোচনীয় পরাজয়ের মুখে পড়ে ইংল্যান্ড।

বাংলাদেশের পক্ষে সবচেয়ে বেশি রান করেন ওপেনার লিটন দাস। ৬৬ বলে ৭৬ রান করেন এই ব্যাটার। লিটনের ইনিংসে ৭টি চার ও ২টি ছক্কা। এরপর অবশ্য বাংলাদেশি ব্যাটসম্যানরা একটানা আউট হতে থাকেন। মুশকিফুকার রহিম ৬৪ বলে ৫১ রান করেন। যেখানে তৌহিদ হৃদয় ৬১ বলে ৩৯ রানের ইনিংস খেলেন। বাংলাদেশি অধিনায়ক সাকিব আল হাসানের সঙ্গে মেহেন্দি হাসান, নাজমুল হোসেন শান্ত ও তানজিদ হাসানের মতো ব্যাটাররা হতাশ করেন। 

ইংল্যান্ডের হয়ে সর্বোচ্চ ৪ উইকেট নেন রিস টপলে। রিস টপলে ১০ ওভারে ৪৩ রান দিয়ে ৪ উইকেট নেন। ক্রিস ওকস পেয়েছেন ২টি সাফল্য। এছাড়া মার্ক উড, আদিল রশিদ, স্যাম কুরান ও লিয়াম লিভিংস্টোন প্রত্যেকে ১টি করে উইকেট নেন।

এর আগে  প্রথমে ব্যাট করতে আসা ইংল্যান্ড দল ৫০ ওভারে ৯ উইকেটে ৩৬৪ রান করে। ইংল্যান্ডের হয়ে ওপেনার ডেভিড মালান ১০৭ বলে ১৪০ রানের ইনিংস খেলেন। জো রুট ৬৮ বলে ৮২ রান করেন। একই সময়ে জনি বেয়ারস্টো ৫৯ বলে ৫২ রান করেন।

বাংলাদেশের হয়ে সর্বোচ্চ ৪ উইকেট নেন মেহেন্দি হাসান। শরিফুল ইসলাম ৩ উইকেট নেন। এছাড়া ১টিকরে উইকেট নেন তাসকিন আহমেদ ও সাকিব আল হাসান।

ঢাকানিউজ২৪.কম / এসডি

আরো পড়ুন

banner image
banner image