• ঢাকা
  • শনিবার, ২১ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ; ০৪ মে, ২০২৪ খ্রিস্টাব্দ
  • সরকারি নিবন্ধন নং ৬৮

Advertise your products here

banner image
website logo

সিরাজগঞ্জে ২৫টি চোরাই মোবাইলসহ চোর চক্রের ৩ সদস্য আটক


ঢাকানিউজ২৪.কম ; প্রকাশিত: বৃহস্পতিবার, ০৫ অক্টোবর, ২০২৩ খ্রিস্টাব্দ, ০৩:১০ পিএম
সিরাজগঞ্জে ২৫টি চোরাই
মোবাইলসহ চোর চক্রের ৩ সদস্য আটক

সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জের সলঙ্গা থেকে ২৫টি চোরাই মোবাইল ফোন সহ চোর চক্রের ৩ সদসকে আটক করেছে র‌্যাব-১২ এর সদস্যরা।

বৃহস্পতিবার (০৫ অক্টোবর) দুপুরে র‌্যাব-১২ এর হেডকোয়াটার থেকে প্রেরিত এক প্রেসবিজ্ঞপ্তির মাধ্যমে এতথ্য নিশ্চিত করা হয়েছে।

আটককৃতরা হলেন, সলঙ্গা থানার হাটিপাড়া গ্রামের ইব্রাহীম ইসলামের ছেলে মাসুদ রানা (২৯), একই গ্রামের সুরমান আলীর ছেলে শফিকুল ইসলাম (২২) ও উল্লাপাড়া উপজেলার ঘোনাগানজানী গ্রামের সাত্তার আলীর ছেলে রমজান আলী (১৯)।

প্রেসবিজ্ঞপ্তিতে র‌্যাব জানায়, আটককৃতরা চোর চক্রের সক্রিয় সদস্য। দীর্ঘদিন যাবৎ লোক চক্ষুর আড়ালে সিরাজগঞ্জ জেলার সলঙ্গা থানা এলাকার বিভিন্ন মোবাইলের দোকানকে টার্গেট করে সুযোগ বুঝে মোবাইল ফোন চুরি করে ঢাকায় নিয়ে বিক্রয় করত। এমন অভিযোগের ভিত্তিতে বুধবার রাতে সলঙ্গা থানার হাটিকুমরুল মোড় এলাকায় অভিযান চালিয়ে চোর চক্রের ৩ সদস্যকে আটক করে র‌্যাব সদস্যরা।
এসময় তাদের কাছ থেকে ২৫টি চোরাই মোবাইল ফোন জব্দ করা হয়।

এঘটনায় সলঙ্গা থানায় মামলা দায়ের করে উদ্ধারকৃত আলামত সহ তাদের হস্তান্তর করা হয়েছে ।

ঢাকানিউজ২৪.কম / কেএন

আরো পড়ুন

banner image
banner image