• ঢাকা
  • শুক্রবার, ২০ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ; ০৩ মে, ২০২৪ খ্রিস্টাব্দ
  • সরকারি নিবন্ধন নং ৬৮

Advertise your products here

banner image
website logo

শ্রীমঙ্গলে ২৩ জন সনাতনী গুণী ব্যক্তিকে (মরনোত্তর) সম্মাননা প্রদান


ঢাকানিউজ২৪.কম ; প্রকাশিত: শনিবার, ০৯ সেপ্টেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ, ০১:২৭ পিএম
শ্রীমঙ্গলে ২৩ জন
সনাতনী গুণী ব্যক্তিকে (মরনোত্তর) সম্মাননা প্রদান

মো: জহিরুল ইসলাম, স্টাফ রিপোর্টার, মৌলভীবাজার : শ্রীমঙ্গলের সনাতনী  ধর্মীয়, সামাজিক সাহিত্য-সাংস্কৃতিকসহ  বিশেষ অবদান রাখার জন্য সার্বজনীন জন্মাষ্টমী উদযাপন পরিষদ শ্রীমঙ্গলের আয়োজনে  ২৩ গুণী ব্যক্তিকে (মরনোত্তর) সম্মাননা প্রদান করা হয়েছে।

শুক্রবার (৮ সেপ্টেম্বর) সন্ধ্যা ৮ টায় শ্রীমঙ্গল হবিগঞ্জ রোডস্থ শ্রীশ্রী জগন্নাথ দেবের  আখড়ায় সার্বজনীন জন্মাষ্টমী উদযাপন পরিষদের আয়োজনে এ সম্মাননা প্রদান অনুষ্ঠানে জন্মাষ্টমীর উদযাপন পরিষদের সভাপতি বিপুল পাল'র সভাপতিত্বে, যুগ্ম সাধারণ সম্পাদক রাজু দেব রিটন ও শ্যামল আচার্যের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান ভানু লাল রায়।

সম্মাননা প্রদান'র পূর্বে  তাঁদের স্মৃতি চারণ করে বক্তব্য রাখেন বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ মৌলভীবাজার জেলা শাখার  সহ সভাপতি অজয় কুমার দেব ও ভিক্টোরিয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক অয়ন চৌধুরী।

শ্রীমঙ্গলের ২৩ জন গুণী ব্যাক্তির (মরনোত্তর) সম্মাননা তাঁদের পরিবারের সদস্যদের  হাতে তুলে  দেওয়া হয়েছে। 

মরনোত্তর সম্মাননা পেলেন তাঁরা হলেন, প্রয়াত ক্ষিরোদ  বিহাড়ী দেব, অজিত চৌধুরী, অশ্বিনী কুমার দেব, সত্যেন্দ্র কুমার রায় (এস কে রায়), বিমল জ্যোতি চৌধুরী, জগৎবন্ধু ধর, ভুবনেশ্বর ঘোষ, অরুণ চৌধুরী, বলাই ভট্টাচার্য, সুনীল রায়, গোপাল চন্দ্র সেন, রনধীর রায়, ডাক্তার রমা রঞ্জন দেব, প্রমতেশ দেব চৌধুরী, কৃপেশ ভট্টাচার্য বকুল, বিকাশ দেব চৌধুরী, গোপাল দেব চৌধুরী, রনধীর কুমার দেব, বকুল পাল, দক্ষিণা রঞ্জন পাল, চন্দ্রনাথ রায় বাদল, নানক কান্তি সেন ও জগদীশ চৌধুরী।    

সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের অবসরপ্রাপ্ত পরিচালক ও বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ শ্রীমঙ্গল উপজেলা শাখার সহ সভাপতি ডা. সত্যকাম চক্রবর্তী বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ মৌলভীবাজার জেলা শাখার  সহ সভাপতি অজয় কুমার দেব, শ্রীমঙ্গল উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মিতালী দত্ত, শ্রীশ্রী জগন্নাথ দেবের আখড়া পরিচালনা পরিষদের সাধারণ সম্পাদক রাসেন্দ্র কুমার ভট্টাচার্য সহ প্রমুখ। 

ঢাকানিউজ২৪.কম / কেএন

আরো পড়ুন

banner image
banner image